---2025-08-07T155753-689478b5a055e.jpg)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুমাইয়ার সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি)। অপরদিকে আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদনসহ আদালতে উপস্থাপন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে তার প্রাথমিক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে বলেও জানান তালেবুর রহমান।
উল্লেখ্য, গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পাশের একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সংশ্লিষ্ট সংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিএমপি। এ ঘটনায় ভাটারা থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
ওই ঘটনার ধারাবাহিকতায় গত বুধবার রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
ডিআর/এমবি