Logo

আইন ও বিচার

সাবেক এমপি সেলিম ৩ দিনের রিমান্ডে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১২:১৯

সাবেক এমপি সেলিম ৩ দিনের রিমান্ডে

রাজধানীর লালবাগের আজিমপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক এ আদেশ দেন।

এর আগে এদিন সকালে সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি জোনাল টিমের পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদনে ঘটনাস্থলে আসামির উপস্থিতির প্রমাণ মিলে। তবে আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পূর্বে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা কামরুল হাসান বাদী হয়ে ওই বছরের ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

একই দিনে বিভিন্ন থানার অন্য মামলায় সোলায়মান সেলিম, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ছয়জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর