৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা রিকশাচালক কারাগারে

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ২১:৩৮
-68a0a60bdbc9f.jpg)
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত আজিজুরকে জেলহাজতে রাখার নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে তাকে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আজিজুরকে সাধারণ জনগণ গণপিটুনির শিকার করে এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আমি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই ফুল দিতে এসেছিলাম। আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরানোর জন্য নয়।’
আটকের আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সাক্ষ্য অনুযায়ী আসামি মো. আরিফুল ইসলামের হত্যাচেষ্টা মামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। যদিও গণপিটুনির সময় আজিজুর সামান্য আঘাতপ্রাপ্ত হন। তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা জরুরি বলে আদালত উল্লেখ করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। অভিযুক্তরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করলে গুলি ভুক্তভোগীর পিঠে আঘাত করে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসা নিয়ে সুস্থ হন। এ ঘটনায় ২ এপ্রিল ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়।