সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:২৬

জাবেদ পাটোয়ারী। ছবি : সংগৃহীত
গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাত যুবককে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সোমবার (১৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বেঞ্চের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটররা।
মামলায় বলা হয়েছে, ২০১৬ সালের ২৪ মার্চ রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি সাজিয়ে অভিযান চালানোর নাটক করে ৯ জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়। একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে জয়দেবপুরের ঘটনায়, যেখানে সাত যুবককে হত্যা করা হয়।
প্রসিকিউশনের দাবি, নিহতদের দেশের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয়েছিল। পরে বাইরে থেকে তালা দিয়ে জঙ্গি অভিযান সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।
ওই ঘটনায় নিহত মাদরাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করা হয়।
সোমবার এ মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ছাড়াও সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
গাজীপুর ছাড়াও ২০১৬ সালের ২৪ মার্চ রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। ওই অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি একে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক এসপি জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখাতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ওই অভিযোগে বলা হয়, কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে গুলি করে হত্যা করা হয় ৯ জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে।
ডিআর/এমএইচএস