Logo

আইন ও বিচার

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১২:৫৭

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো : সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিচার শুরু হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে এ মামলায় পলাতক ৮ আসামির গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানির পর অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর পাঁচ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর