লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৪:১৭
-68ac1c17552f6.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর
লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, যারা অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিস্তল বা শটগান উদ্ধার করলে দেওয়া হবে ৫০ হাজার টাকা, চাইনিজ রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধার করলে ৫ লাখ টাকা ও প্রতি রাউন্ড গুলি উদ্ধার করলে ৫০০ টাকা।
তিনি আরও জানান, যে কেউ এ পুরস্কারের আওতায় আসতে পারবেন। অস্ত্র উদ্ধারের তথ্য গোপন রাখা হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ঝুঁকিতে না পড়েন।
তিনি আরও জানান, যে কেউ এ পুরস্কারের আওতায় আসতে পারবেন। অস্ত্র উদ্ধারের তথ্য গোপন রাখা হবে, যাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ঝুঁকিতে না পড়েন।
এনএমএম/এমবি