Logo

আইন ও বিচার

সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৫:১০

সাবেক মেয়র তাপসের আরেক সহযোগী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটু’কে (৫৩) গ্রেপ্তার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। টুটু ধানমন্ডি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি। মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু আন্দোলন দমন কার্যক্রমে অংশ নেওয়া এবং ছাত্র জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলা পরিচালনায় নেতৃত্ব দেন বলে প্রমাণ মিলেছে। 

তদন্তে আরও জানা যায়, তিনি ভিকটিম আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে ধানমন্ডিতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র আব্দুল্লা সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, ঘটনার পর আওয়ামীপন্থি সন্ত্রাসীরা লাশ গুমের চেষ্টা চালায়। এ ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দায়ের করলে মামলাটি রুজু হয়।

এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১৫ মে মাসে সাবেক মেয়র তাপসের সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। এর পর মঙ্গলবার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাপসের আরেক ঘনিষ্ঠ সহযোগী টুটু গ্রেপ্তার হন।

এদিকে গ্রেপ্তারকৃত টুটুকে আদালতে সোপর্দের পাশাপাশি ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। মামলার রহস্য উদঘাটন ও অন্যান্য আসামিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর