Logo

আইন ও বিচার

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে জানতে চান প্রধান বিচারপতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৫৫

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে জানতে চান প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করলেও আপিল বিভাগ কেবল সাময়িক সমাধান দিতে চায় না। বরং নির্বাচনের সময়কালীন সরকারের কার্যকারিতা নিশ্চিত করে, এটি যাতে দেশের গণতন্ত্রে স্থায়ী ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে, সেটিই লক্ষ্য করা হবে। একই সঙ্গে তিনি জানতে চেয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কবে থেকে কার্যকর হবে। 

বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টা ৩৫ মিনিটে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা চারটি আবেদনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

শুনানিতে আবেদনকারীর পক্ষে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করছেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) শুনানির প্রথম দিনে আবেদনকারীর পক্ষে রিভিউ আবেদনের বিভিন্ন কারণ তুলে ধরা হয়। এছাড়া, সোমবারের শুনানিতে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়ের ত্রুটি ও অন্য বিচারপতিদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ও আইনজীবীরা তুলে ধরেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিতর্ক দীর্ঘ। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অন্তর্ভুক্ত করে ১৯৯৬ সালে এটি জাতীয় সংসদে গৃহীত হয়। পরে ১৯৯৮ সালে বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং ২০০৪ সালে হাইকোর্ট এটি বৈধ ঘোষণা করে। তবে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই সংশোধনী বাতিলের রায় দেন। এরপর ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়।

রিভিউ আবেদনের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান দরকার, যাতে এটি বারবার বিঘ্নিত না হয় এবং দেশের গণতন্ত্রে স্থায়ী প্রভাব রাখে। শুনানির শেষ পর্যায়ে আবেদনকারীর আইনজীবীদের বক্তব্য শুনানি চলছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর