Logo

আইন ও বিচার

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানি ৪ নভেম্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১১:৩৬

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল শুনানি ৪ নভেম্বর

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আগামী ৪ নভেম্বর এ বিষয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও অ্যাডভোকেট আহসানুল করিম। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

৬৯ আইনজীবীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

আইনজীবী সালাউদ্দিন দোলন বলেন, মামলার গুরুত্ব বিবেচনায় আদালত আবারও আপিল শুনবেন।

এর আগে গত ৩০ জুলাই এ বিষয়ে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। গত ২৭ এপ্রিল থেকে রিভিউ শুনানি শুরু হয়। গত ৯ জানুয়ারি দ্রুত রিভিউ শুনানির আবেদন করে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে ব্যারিস্টার নিহাদ কবীর আবেদনটি উপস্থাপন করেন। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেলরাও রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে অন্তর্ভুক্তির আবেদন করেন। ৬৯ আইনজীবীর পক্ষ থেকেও আবেদন করা হয়।

২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রায় দেন। যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর। ওই রায়ে বলা হয়, সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে অগ্রাধিকার দিতে হবে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর