Logo

আইন ও বিচার

সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৪:১৫

সাবেক এমপি মাসুদসহ ৩৩ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের বিরুদ্ধে ১০০ কোটিরও বেশি টাকার মানিলন্ডারিং মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর বনানী থানায় এ মামলাটি দায়ের করা হয়েছে।

সিআইডির মামলার অভিযোগে বলা হয়, সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী তার জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল ও সংশ্লিষ্ট সিন্ডিকেট সদস্যদের সঙ্গে যোগসাজশে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৯ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠিয়েছেন। এ সময় সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বাইরে অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়।

এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদও প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত ৩৬ হাজার ৫০০ টাকা আদায়ের প্রমাণ পেয়েছে সিআইডি। এসব অনিয়মের মাধ্যমে ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকার পাচারের অভিযোগ আনা হয়েছে।

এর আগে সিআইডি মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত তদন্তের মাধ্যমে এ মামলার প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর