হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:২০

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত চলাকালীন পদত্যাগ করেছেন। আজ রোববার প্রধান বিচারপতির মাধ্যমে তিনি রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নিয়মিত আপডেটে জানানো হয়েছে, “হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান, যিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তাধীন ছিলেন, আজ (৩১ আগস্ট ২০২৫) প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।”
তার বিরুদ্ধে অভিযোগ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গত ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি শেষ করেছে।
মো. আখতারুজ্জামান বিচারিক আদালতে থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় দেন। অনিয়মের অভিযোগ ওঠার পর গত বছরের ১৬ অক্টোবর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান এবং হাইকোর্টের বিচার কার্যক্রম থেকে তাদের দায়িত্ব স্থগিত রাখা হয়।
ডিআর/এমএইচএস