পিএসসির নন-ক্যাডার চাকরির পরীক্ষায় প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নন-ক্যাডার চাকরির পরীক্ষায় ‘৯০% কমন সাজেশন’ দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফ করবেন সংস্থাটির কর্মকর্তারা।
সিআইডি জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে ভুয়া সাজেশন ও প্রশ্নপত্র ফাঁসের নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে।
এনএমএম/এমবি