৯ সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন : আপিল বিভাগ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বুধবার (৩ সেপ্টেম্বর) স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত তারিখে ভোটগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বেলা ১১টার পর শুনানি শুরু হয় এবং পরবর্তী সময়ে এ আদেশ দেওয়া হয়।
এর আগে ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব নির্বাচন স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
হাইকোর্ট সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে ওই আদেশের ওপর দ্রুত স্থগিতাদেশ দেয় চেম্বার আদালত।
প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১, অদম্য ২৪ এবং বামজোট মনোনীত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম রিট দায়ের করেছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থি ছাত্র সংগঠনসহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল নির্বাচন মাঠে নামার ঘোষণা দিয়েছে।