লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশের পুরস্কার ঘোষণা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩২
-68bad8768bbdb.jpg)
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের ভেরিফায়ড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ত্রভেদে পুরস্কারের পরিমাণ আলাদা রাখা হয়েছে। এর মধ্যে পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে ১ লাখ টাকা, এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা ও প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা।
এছাড়া যারা প্রকৃত তথ্য বা অস্ত্র-গুলির সন্ধান দেবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এনএমএম/এমবি