ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত : ২ মাসে নিষ্পত্তি ৫৫৫৮ মামলা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২

ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে এ বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত দুই মাসে মোট ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এ সময়ে গ্রেফতারকৃত ১১ হাজার ৩২৩ জনের মধ্যে ২ হাজার ৭৭১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, বিভিন্ন বিভাগের গ্রেপ্তার ও মামলা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মতিঝিল বিভাগে ৭৬৮ জন গ্রেপ্তার, ৩৭৮ মামলা; জরিমানা ১ লাখ ৩৫,৭০০ টাকা ও সাজা প্রদান করা হয়েছে ৩৫৬ জনকে। ওয়ারী বিভাগে গ্রেপ্তার ৯৬৪ জন, ৫১৮ মামলা; জরিমানা ১ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা ও সাজা দেওয়া হয় ৩২৬ জনকে। তেজগাঁও বিভাগে ১ হাজার ৬৭৫ জন গ্রেপ্তার, ৭২৫ মামলা; জরিমানা করা হয় ৪ লাখ ৩৮ হাজার ১০০ টাকা। গুলশান বিভাগে ১ হাজার ৩৪৪ জন গ্রেফতার, ৭৪০ মামলা; জরিমানা ২ লাখ ৯ হাজার ২৩০ টাকা; সাজা দেওয়া হয় ৯ জনকে। লালবাগ বিভাগে ৮৭৫ জন গ্রেপ্তার, ৫০৫ মামলা; জরিমানা ২ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা; সাজা প্রদান করা হয় ৪০৭ জনকে। মিরপুর বিভাগে ২ হাজার ৭৬২ জন গ্রেপ্তার, ১ হাজার ২৬৭ মামলা; জরিমানা ১১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা; সাজা ৪৫৭ জনকে। উত্তরা বিভাগে ১ হাজার ৮৯৭ জন গ্রেপ্তার, ৮৮৮ মামলা; জরিমানা ৮ লাখ ১৬ হাজার ২৫০ টাকা; সাজা ৮১৩ জনকে। রমনা বিভাগে ১ হাজার ৩৮ জন গ্রেপ্তার, ৫৩৭ মামলা; জরিমানা ৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা; সাজা ২৭৬ জনকে।
উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ ও লঘু শাস্তিযোগ্য অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়।
এনএমএম/এএ