Logo

আইন ও বিচার

১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে : আইনজীবী শিশির মিনির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭

১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে : আইনজীবী শিশির মিনির

সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত

সংবিধানের ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে বলে জানিয়েছেন করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার ফেরিফায়েড ফেসবুক পেজে একপোস্টে তিনি এ বিষয়ে জানান।

শিশির মনির লেখেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে। গণঅভ্যুত্থান/জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে। ১০৬ অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে। এটাই একমাত্র স্থায়ী সমাধান।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদে যা আছে
যদি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে, আইনের এইরূপ কোন প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়াছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বসম্পন্ন যে, সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানীর পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন।

  • ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর