Logo

আইন ও বিচার

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে অবশিষ্ট সাক্ষ্য দিচ্ছেন নাহিদ

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন ট্রাইব্যুনালে শুনানিতে সাক্ষ্যগ্রহণের শুরুতেই নাহিদ ইসলাম তার অবশিষ্ট বক্তব্য প্রদান করবেন। এরপর তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ চললেও অসমাপ্ত থাকায় তা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত ১৮তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। যেখানে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক ‘আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। বুধবারও তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নাহিদ ইসলামের জবানবন্দির পরই সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হবে।

এর আগে ২ সেপ্টেম্বর মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দেন। তিনি স্বীকার করেন যে, শেখ হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে এবং ট্রাইব্যুনালের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

১ সেপ্টেম্বরের শুনানিতে ছয়জন চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। তাদের জবানবন্দিতে গত বছরের আন্দোলনে দেশজুড়ে সংঘটিত হত্যাযজ্ঞের বর্ণনা উঠে আসে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। প্রসিকিউশন পক্ষ তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাহিদ ইসলাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর