আ.লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি নাহিদের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৯

ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য ও জেরা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনা উচিত।’
রোববার (২১ সেপ্টেম্বর) জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭ তম সাক্ষী নাহিদ ইসলামের জেরা শেষ করে শেখ হাসিনার স্টেট ডিফেন্স। পরে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, ‘শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগের দলীয় প্রধান, তাই তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেটি দলীয় অপরাধ হিসেবে গণ্য হওয়া উচিত।’
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন নাহিদ ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার আংশিক জেরা শেষে ২১ সেপ্টেম্বর (রোববার) দিন ধার্য করা হয়েছিল।
এসআইবি/এএ