Logo

আইন ও বিচার

২ ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

২ ভাইসহ এস আলমকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইসহ ৩ জনকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম। 

আবেদনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান যোগসাজশে ‘এএম ট্রেডিং’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে জাল নথি তৈরি ও ব্যবহার করেছেন। ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার ৭০৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া সাইফুল আলম দুর্নীতির মাধ্যমে এই অর্থ এস আলম সুপার ইডিবল ওয়েলের স্বার্থে ৩৪০ কোটি টাকায় রূপান্তর বা পুনর্বিন্যাস করেছেন বলে অভিযোগে বলা হয়েছে। 

দুদক জানায়, তদন্ত চলাকালে আসামিরা বিদেশে পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ অবস্থায় আদালত নির্দেশ দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির জন্য আবেদন করে। 

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন এস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর