সাবেক ৩ মন্ত্রীসহ চট্টগ্রামে ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের চান্দগাঁও থানার শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক তিন মন্ত্রীসহ ২৩১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত চার্জশিট গ্রহণযোগ্যতার শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৩১ জনকে আসামি করা হয়েছে। চার্জশিটে ১২৮ জনকে সাক্ষী রাখা হয়েছে। এর মধ্যে ২৮ জন সাধারণ মানুষ, ৯৯ জন পুলিশ সদস্য ও একজন ডাক্তার রয়েছেন।
চট্টগ্রাম এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার বাদী শফিকুল ইসলাম তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেছিলেন। তবে আদালত আবেদন খারিজ করে ২৩১ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের আদেশ দেন।
তিনি আরও জানান, এ মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ফয়সাল ২৩১ জনকে আসামি করে দণ্ডবিধির ৩০২ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন থানাগুলোতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম অভিযোগপত্র। ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় একাধিক পিস্তল, শর্টগানসহ ভারী অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সংঘর্ষে গুলিবিদ্ধ হন অটোরিকশাচালক শহিদুল ইসলাম শহিদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শহিদের ভাই শফিকুল ইসলাম চান্দগাঁও থানায় মামলা করেন।
ওই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী, মহিউদ্দিন বাচ্চু, আবদুচ ছালাম, দিদারুল আলম দিদার, এস এম আল মামুন, নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চসিকের সাবেক কাউন্সিলর এসরারুল হক, নুর মোস্তফা টিনু, সলিমুল্লাহ বাচ্চু, জিয়াউল হক সুমন ও নুরুল আজিম রনিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এমবি