সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকার ব্যাংক হিসাব জব্দ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা বিপুল অর্থের ব্যাংক হিসাব জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৮৭ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর প্রভাব ব্যবহার করে আদালতে জামিন বাণিজ্য, নিয়োগ-বদলির তদবিরসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। অভিযোগ রয়েছে, এ অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি কিনেছেন এবং বিদেশে পাচার করে মানিলন্ডারিংয়ের পথও নিয়েছেন।
তদন্তে দেখা গেছে, তৌফিকা ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে এ পর্যন্ত ৬৫৩ কোটি টাকার বেশি জমা এবং ৫৬৬ কোটি টাকার বেশি উত্তোলনের লেনদেন হয়েছে। বর্তমানে এসব হিসাবে প্রায় ৮৭ কোটি টাকা স্থিতি রয়েছে। এ অর্থ অবরুদ্ধ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এএইচএস/এমবি