Logo

আইন ও বিচার

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকার ব্যাংক হিসাব জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯

সাবেক আইনমন্ত্রীর পিএস তৌফিকার ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের নামে থাকা বিপুল অর্থের ব্যাংক হিসাব জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৮৭ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে এ নির্দেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর প্রভাব ব্যবহার করে আদালতে জামিন বাণিজ্য, নিয়োগ-বদলির তদবিরসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন। অভিযোগ রয়েছে, এ অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি কিনেছেন এবং বিদেশে পাচার করে মানিলন্ডারিংয়ের পথও নিয়েছেন।

তদন্তে দেখা গেছে, তৌফিকা ও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টে এ পর্যন্ত ৬৫৩ কোটি টাকার বেশি জমা এবং ৫৬৬ কোটি টাকার বেশি উত্তোলনের লেনদেন হয়েছে। বর্তমানে এসব হিসাবে প্রায় ৮৭ কোটি টাকা স্থিতি রয়েছে। এ অর্থ অবরুদ্ধ করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এএইচএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর