Logo

আইন ও বিচার

ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫২

ট্রাইব্যুনালে হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা করেছে।

রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ পৃথক তিনটি অভিযোগ দাখিল করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছিল। এ পর্যন্ত ১৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্য রয়েছেন।

একই সময়ে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আরও চার আসামিকে উপস্থিত করা হয়েছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর