দল হিসেবে আ.লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে : চিফ প্রসিকিউটর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:২২

দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে প্রাথমিক তদন্ত শুরু করা হচ্ছে। এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘এনডিএম নামে একটি দল আগেই অভিযোগ দিয়েছিল। আমরা সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছি। তাই বলা যেতে পারে, এ মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এ প্রাথমিক তদন্ত সম্পন্ন হলে আমরা বিষয়টির গভীরতা এবং কতদূর পর্যন্ত যেতে পারে তা নিয়ে স্পষ্ট ধারণা পাব। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এটি কেবল প্রাথমিক তদন্ত পর্যায়।’
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তদন্ত প্রক্রিয়া চলাকালীন সময়ে আইনগত প্রয়োজনীয়তা অনুযায়ী সকল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় প্রমাণ ও তথ্যের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।
এসআইবি/এমবি