Logo

আইন ও বিচার

দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:২১

আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১৪:৫২

দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিফ প্রসিকিউটর জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল সাম্প্রতিক সময়ে সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নের সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।

তাজুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করেছি। তদন্তের পর যদি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী বিচারের ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন দমন এবং গণআন্দোলনের সময় সহিংস দমন-পীড়নের নির্দেশদাতা দল হিসেবে আওয়ামী লীগ ও ১৪ দলের শরিক দলগুলো দায়ী।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলীয় পর্যায়ে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর