Logo

আইন ও বিচার

সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭ মামলা নিষ্পত্তি : ডিএমপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:৩১

সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারে ২৫৭ মামলা নিষ্পত্তি : ডিএমপি

ছবি : সংগৃহীত

সেপ্টেম্বর মাসে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে ২৫৭টি মামলা নিষ্পত্তি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে মোট ৩ হাজার ৯৩১ মামলায় ৩ হাজার ৮৮১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৩ হাজার ১৪৫ জন আসামির বিরুদ্ধে পরোয়ানা ও সমন জারিসহ এসব মামলায় মোট ৩ লাখ ৫২ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

তালেবুর রহমান জানান, মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে সংক্ষিপ্ত বিচার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে সাধারণ ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন।

তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সবসময় বদ্ধপরিকর। সংক্ষিপ্ত বিচার কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষা এবং নাগরিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর