রামপুরায় ২৮ হত্যা মামলা
বিজিবির সাবেক কর্মকর্তা রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:১৫

রাজধানীর রামপুরায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
অভিযোগে বলা হয়েছে, রামপুরায় গণঅভ্যুত্থানের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে হত্যা, গুম ও নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ সংঘটিত হয়। তদন্তে দেখা যায়, ঘটনাগুলো ছিল পরিকল্পিত, এবং অভিযুক্তরা এসব কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আদালত অভিযোগপত্র গ্রহণ করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, রামপুরায় ২৮ জন নিহতের ঘটনাটি চলতি বছরের অন্যতম আলোচিত হত্যাকাণ্ড হিসেবে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এনএমএম/এমএইচএস