শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৩:৪১

শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)
বিগত আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত গুমের অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (৮ অক্টোবর) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
এর আগে শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নিয়েছে।
গুমের অভিযোগে সেদিন দুটি ফরমাল চার্জ দাখিল হয়। এর মধ্যে একটিতে টিএফআই-এর ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অন্যটিতে জেআইসি-এর ঘটনায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এ গুমের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ডিআর/এমএইচএস