Logo

আইন ও বিচার

হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:২০

হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারকাজ সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক হয়। হামলাকারীরা ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল করে দেয়। পরে সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের ভয় পায়। এই যুক্তিতর্ক, এভিডেন্স এবং তাদের নিষ্ঠুরতার বর্ণনা যাতে দুনিয়াবাসী জানতে না পারে, সেটি প্রতিহত করার জন্যই এই অপরাধীরা আমাদের ফেসবুক পেজে সাইবার হামলা চালিয়েছে।’ 

ডিআর/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর