Logo

আইন ও বিচার

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:২৩

স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এএফএম শাহীনুল ইসলাম। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান এএফএম শাহীনুল ইসলাম ও তার স্ত্রী সুমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক রাসেল রনি আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শাহীনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে।

দুদক জানায়, অনুসন্ধান চলাকালে তথ্য পাওয়া যায় যে শাহীনুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম নিশ্চিত করতে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

  • এনএমএম/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর