সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:৪৮
---2025-10-16T204432-68f105afc86a6.jpg)
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। ছবি : সংগৃহীত
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪৯ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অর্থঋণ আদালত–৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। মামলার অপর আসামিরা তিনজন সিঙ্গাপুর ও একজন জাপানি নাগরিক।
আদালত সূত্রে জানা যায়, ইউসিবির করা মামলায় অভিযুক্তরা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে সম্পদ স্থানান্তর করেছেন বলে অভিযোগ রয়েছে। ব্যাংকের আবেদন পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে ইউসিবির পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয় ৪৯ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে।
প্রসঙ্গত, এম মোরশেদ খান বিএনপির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
- এএইচএস/এমআই