Logo

আইন ও বিচার

ওয়েবসাইটে শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:২৪

ওয়েবসাইটে শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, অভিযুক্ত দম্পতি বিদেশি একটি জনপ্রিয় ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। সময়ের ব্যবধানে তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের অন্যতম শীর্ষ পর্ন সাইটে জায়গা করে নেয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এ দম্পতি বাংলাদেশে থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও প্রকাশ করতেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশি সার্ভারে এসব কনটেন্ট পাঠাতেন। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছিলেন বলে জানিয়েছে সিআইডি।

সিআইডির এক কর্মকর্তা বলেন, তারা পেশাদারভাবে ভিডিও ধারণের জন্য আধুনিক সরঞ্জাম ব্যবহার করতেন এবং নিয়মিত নতুন কনটেন্ট আপলোড করতেন। তদন্তে দেখা গেছে, দেশে বসেই তারা একটি সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলেছেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ অনুযায়ী— পর্নোগ্রাফি উৎপাদন, প্রচার বা সংরক্ষণ একটি ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার বলেন, এ যুগল শুধু নিজেরাই অপরাধে জড়িত নয়, বরং অনলাইনে অন্যদেরও এ পথে আসতে উৎসাহিত করছিল। তাদের কার্যক্রমের ফলে দেশে বসে পর্ন ভিডিও তৈরি ও প্রচারের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে। যা সামাজিক মূল্যবোধের জন্য গুরুতর হুমকি।

সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকা তাদের কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। এর সূত্র ধরেই সিআইডি তাদের খুঁজে বের করে অভিযান পরিচালনা করে।

তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তার দম্পতির ব্যবহৃত কম্পিউটার, ক্যামেরা ও স্টোরেজ ডিভাইস জব্দ করা হয়েছে। প্রাথমিক বিশ্লেষণে শতাধিক ভিডিও ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

সিআইডির সাইবার ক্রাইম ইউনিট জানিয়েছে, নেটওয়ার্কটির পেছনে আরও কিছু ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর