Logo

আইন ও বিচার

আইনি প্রশ্ন ও উত্তর

একজন স্ত্রীর দুই স্বামী রাখা বৈধ কি না?

Icon

আইন ও আদালত ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:০৬

একজন স্ত্রীর দুই স্বামী রাখা বৈধ কি না?

প্রশ্ন : ব্যাংকের ঋণগ্রহীতা মারা গেলে কে দায়ী?

উত্তর : মৃত ঋণগ্রহীতার সম্পত্তি প্রথমে দায় মিটায়। যদি পর্যাপ্ত সম্পদ না থাকে, তাহলে গ্যারান্টর বা কো‑বোরোয়ার আইনিভাবে দায়িত্ব নিতে পারে। ব্যাংক ঋণের সাথে সংযুক্ত জীবনবীমা থাকলে তা প্রথমে ব্যবহার হয়। পরিবার সাধারণত ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হয় না, যদি তারা গ্যারান্টর না হন।

প্রশ্ন : একজন স্ত্রীর দুই স্বামী রাখা বৈধ কি না?

উত্তর : বাংলাদেশে মুসলিম বা হিন্দু উভয় ক্ষেত্রেই এক স্ত্রীর এক স্বামী বিধানই আইনগতভাবে বৈধ। এক স্ত্রীর দুই স্বামী রাখা অবৈধ, আইনের চোখে শাস্তিযোগ্য। 

  • প্রশ্ন করেছেন শাহানাজ বেগম; রূপসী, বাগবাড়ী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে।

বিকেপি/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইনি প্রশ্ন ও উত্তর আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর