Logo

আইন ও বিচার

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ৫ দিনের রিমান্ডে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৯

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ৫ দিনের রিমান্ডে

২০৭ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

দুদকের উপপরিচালক মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ সিনিয়র মহানগর বিশেষ জজ আদালতে সোপর্দ করা হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিভিন্ন আর্থিক অনিয়ম ও আত্মসাতের ঘটনায় নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত রিমান্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর