Logo

আইন ও বিচার

ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৪:১৬

ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আতিক

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় ব্যবসায়ী তাজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাহবুব আলম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম গত ১৯ অক্টোবর আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন।

সেই অনুযায়ী সোমবার সকাল ৯টার দিকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পৌনে ১০টার দিকে তাকে এজলাসে তোলা হলে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম।

শুনানি শেষে আদালতের বাইরে মোরশেদ হোসেন শাহীন সাংবাদিকদের বলেন, সাবেক মেয়র আতিকের আমার সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক কারণে তাকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রিমান্ডেও নেওয়া হচ্ছে। জেলহাজতে রেখে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে তার সাথে।

আতিকের আইনজীবী বলেন, ‘তাকে অন্ধকারে রেখে এ সরকার বিচার প্রক্রিয়া পরিচালনা করছে। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত না। ন্যায়বিচার হলে এসব মামলায় উনার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। তিনি ব্যবসায়ী ছিলেন। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছিলেন।’

মামলার বিবরণে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গত ১৮ জুলাই বিকাল পৌনে ৫টার দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেওয়া ব্যবসায়ী তাজুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১৮ জুলাই উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাজুল ইসলাম। বিকাল পৌনে ৫টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। এ ঘটনায় গত ১২ জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন তার ছেলে রেদোয়ান হোসেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর