Logo

আইন ও বিচার

মেট্রোরেল দুর্ঘটনা

নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১২:২৯

নিহতের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

একই সঙ্গে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ আসে।

রিটটি দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। আবেদনে তিনি মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান সঠিক আছে কি না, তা যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের অনুরোধ জানান।

এর আগে গত রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মাথায় আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিআর/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট মেট্রোরেল আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর