পঞ্চদশ সংশোধনী বাতিলের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:২২
হাইকোর্টের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কিত রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রিটকারী সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এ আপিল দায়ের করেন। আপিলে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চাওয়া হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে এবং সংবিধানে গণভোটের বিধান পুনঃপ্রবর্তন করেন। তবে সংশোধনীর পুরো অংশ বাতিল করা হয়নি। হাইকোর্ট রায়ে উল্লেখ করে, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ এবং দলীয় সরকারের অধীনে বিগত সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার যথাযথ প্রতিফলন হয়নি, যার ফলে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাতিল ঘোষণা করেন। এছাড়া রায়ে ৭ ক, ৭ খ ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল করা হয়েছে। তবে পঞ্চদশ সংশোধনীর বাকি ধারা সংরক্ষিত রয়েছে, যা আগামী জাতীয় সংসদ আইনের মাধ্যমে জনগণের মতামত অনুযায়ী সংশোধন ও পরিবর্তন করতে পারবে।
হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে, গণভোট সংক্রান্ত বিধান বাতিলকরণ, যা সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অংশ ছিল, তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে এবং দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছে।
এমএইচএস

