পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০১
ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘আমি ভোট করবো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে নমিনেশন চেয়েছি এবং আশা করি নির্বাচনে অংশগ্রহণ করতে পারব।’
নমিনেশন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’
এ সময় অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে মন্তব্যও করেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে রায় পরিবর্তন করেছেন। এর মাধ্যমে কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা রাষ্ট্রপক্ষের জন্য গ্রহণযোগ্য নয়।
এমএইচএস

