Logo

আইন ও বিচার

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৫:০১

পদত্যাগ করে বিএনপি থেকে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘আমি ভোট করবো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে নমিনেশন চেয়েছি এবং আশা করি নির্বাচনে অংশগ্রহণ করতে পারব।’ 

নমিনেশন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী।’

এ সময় অ্যাটর্নি জেনারেল তত্ত্বাবধায়ক সরকারের রায় নিয়ে মন্তব্যও করেন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে রায় পরিবর্তন করেছেন। এর মাধ্যমে কোনো বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা রাষ্ট্রপক্ষের জন্য গ্রহণযোগ্য নয়।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর