Logo

আইন ও বিচার

বেক্সিমকো-সালমানের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১৯

বেক্সিমকো-সালমানের বিরুদ্ধে ১৭ মামলার চার্জশিট দিচ্ছে সিআইডি

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানি লন্ডারিং মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দ্রুত দাখিলের প্রস্তুতি নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাঠানো হয়।

সিআইডির সূত্র জানায়, সম্প্রতি মামলাগুলোর তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করবে সিআইডি। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে রোববার (৯ নভেম্বর) বিকেলে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর