Logo

আইন ও বিচার

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৬:১৬

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

ফাইল ছবি (সংগৃহীত)

জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি ও হাইকোর্ট-বিভাগ এবং আপিল-বিভাগের বিচারপতিরা এখানেই বিচার কার্য পরিচালনা করে থাকেন। দেশের বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার নথিসহ কয়েক লাখ মামলা সুপ্রিম কোর্টে সংরক্ষিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সুপ্রিম কোর্টের মালিকানাধীন জাতীয় ঈদগাহ মাঠ এবং প্রধান বিচারপতির সুপ্রিম কোর্টে প্রবেশের জন্য ব্যবহৃত মূল ফটক সংলগ্ন ফোয়ারা এলাকায় বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে। এ ধরনের চলাচল সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এ অবস্থায় সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন ও আশপাশের এলাকা নিরাপদ রাখতে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর