সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা নিয়ে আদালতের রুল
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৮:৩৮
ছবি : সংগৃহীত
পুঁজিবাজারে আলোচিত সংশোধিত মার্জিন ঋণ বিধিমালা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার (১২ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রুলে প্রশ্ন তোলা হয়েছে-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নতুন মার্জিন ঋণ বিধিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
তবে আদালত বিধিমালার কার্যকারিতা স্থগিত করেনি। ফলে এটি কার্যকরই থাকছে।
গত ৬ নভেম্বর বিএসইসি নতুন বিধিমালা কার্যকর করে, যেখানে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করা হয়। এতে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং কিছু বিনিয়োগকারী আইনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন।
দুইদিন শুনানি শেষে আদালত আজ রুল জারি করে।
- এএইচএস/এমআই

