Logo

আইন ও বিচার

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৯

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা

ছবি : সংগৃহীত

প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। 

আদালতের সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার জানিয়েছেন, দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিলেন। ২০২১ সালের ২০ মার্চ বাদী সাদিকুর রায়হান তিনটি মোটরসাইকেল অর্ডার করেন, যা নির্ধারিত সময়ের মধ্যে হস্তান্তর করা হয়নি। পরে বাদীকে সিটি ব্যাংকের দুটি চেক দেওয়া হলেও ২০২২ সালের ১২ এপ্রিল তা নগদায়ন করতে গেলে ফেরত আসে।

এই ঘটনায় বাদী সাদিকুর রায়হান ২০২৩ সালের ২৬ নভেম্বর মামলা দায়ের করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কারাদণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর