Logo

আইন ও বিচার

আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৭

আইভীর ৫ মামলার গ্রেপ্তার শুনানি পেছালো

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার শুনানি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পেছানো হয়েছে।

কারণ, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে নিরাপত্তার স্বার্থে আদালতে আসামিকে হাজির করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, উদ্ভূত পরিস্থিতির কারণে প্রসিকিউশনও শুনানির জন্য উপস্থিত হতে পারেনি। আদালত পরে ১৮ নভেম্বর শুনানির নতুন তারিখ ধার্য্য করেন। ওইদিন আসামিকে ভার্চুয়ালি যুক্ত করা হতে পারে।

এর আগে, গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আইভী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। পরে আরও চারটি মামলায় পুলিশ তাকে “শ্যোন অ্যারেস্ট” দেখায়।

গত ৯ নভেম্বর হাইকোর্টের বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন। কিন্তু নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানা পুলিশ আলাদা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত পাঁচটি মামলার শুনানি ১৩ নভেম্বর ধার্য্য করেন। এরপর আপিল বিভাগের চেম্বার আদালত গত ১২ নভেম্বর হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে।

আইভী সংক্রান্ত পাঁচটি মামলার ভবিষ্যৎ এখন ১৮ নভেম্বরের শুনানির ওপর নির্ভর করছে।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর