বিচারকের ছেলে হত্যা
গ্রেপ্তার আসামি গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় পুলিশ কমিশনারকে শোকজ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৩:২১
রাজশাহীতে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা ও তার স্ত্রীকে আহত করার ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গ্রেপ্তার আসামি লিমন মিয়াকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে কারণ দর্শানের নোটিশ (শোকজ) দিয়েছেন আদালত।
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ শোকজ নোটিশ জারি করেন। নোটিশে পুলিশ কমিশনারকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান (সুমন)কে ছুরিকাঘাতে হত্যা করা হয় এবং তার স্ত্রী তাসমিন নাহার লুসিকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। তদপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত লিমন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এমবি

