Logo

আইন ও বিচার

ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৯:২৪

ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি

ফাইল ছবি (সংগৃহীত)

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তৎসংলগ্ন এলাকায় পর্যাপ্তসংখ্যক সেনা মোতায়েনের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। 

রোববার (১৬ নভেম্বর) এই চিঠি সেনাসদরে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এবং মামলাটির সংবেদনশীলতার কারণে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কারণে সোমবার (১৭ নভেম্বর) পর্যাপ্তসংখ্যক সেনা মোতায়েনের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের চিঠি পাঠায় এবং সেই অনুযায়ী সেনা মোতায়েন করা হয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনী সুপ্রিম কোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর