Logo

আইন ও বিচার

প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে, স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে, স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

বগুড়ায় প্রতারণার মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলন কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী শাহজাদী আলম লিপিকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বগুড়া-২ আদালতের বিচারক মেহেদী হাসান সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান পলাশ।

তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বগুড়া শহরের এসপি অফিসের পেছনে ‘মেধা টাওয়ার’ নামে হামিদুল হকের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ ব্যক্তির কাছ থেকে ভবন নির্মাণের জন্য ৯ শতক জমি ও নগদ প্রায় সাত লাখ টাকা নেয়। চুক্তি অনুযায়ী সেখানে দশতলা ভবন নির্মিত হলেও জমির মালিকদের ফ্ল্যাট প্রদান করতে নানা অজুহাত দেখাতে শুরু করেন তিনি।

পরবর্তীতে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ায় ২০২৪ সালের ২১ আগস্ট ভুক্তভোগী জাহেদুর রহমান তোফা হামিদুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার ওই মামলায় আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলার অন্য আসামী তার স্ত্রী শাহজাদী আলম লিপিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।

বাদীর পক্ষ থেকে নুর আলম বলেন, ‘আমরা রায়ের সঙ্গে সন্তুষ্ট। ডিআইজি ক্ষমতায় থাকা অবস্থায় তার ক্ষমতার অপব্যবহার করেছেন। দেশের যে আয়না আছে, এই রায় তার মাধ্যমে আবারও প্রমাণিত হলো।’

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মামলা কারাদণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর