Logo

আইন ও বিচার

শেখ হাসিনাসহ ৩ জনের রায় যুগান্তকারী : অ্যাটর্নি জেনারেল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা যুগান্তকারী হিসেবে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

সোমবার (১৭ নভেম্বর) আদালতে রায় ঘোষণার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দেওয়া সাজা আসামিদের গ্রেপ্তারের দিন থেকে কার্যকর হবে। 

তিনি জানান, মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। অন্য একজন রাজসাক্ষী হওয়ায় তাকে সার্বিক বিষয় বিবেচনা করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা প্রদান করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় যুগান্তকারী রায় হয়েছে, যা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাইলফলক হয়ে থাকবে এবং বিচার ব্যবস্থায় নতুন প্রশান্তি আনবে।’

এমএইচএস/ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর