পারিবারিক জটিলতা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
আইন ও আদালত ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৫
১) প্রশ্ন: স্বামী স্ত্রীর খরচ না দিলে কি আইন আছে?
উত্তর: হ্যাঁ, বাংলাদেশ দণ্ডবিধি (CrPC) ১৯৭৩-এর ধারা ১২৫ অনুযায়ী স্ত্রী ভরণপোষণ দাবি করতে পারেন।
স্বামী খরচ দিতে অস্বীকার করলে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা যায়। আদালত স্বামীর আয়ের ওপর নির্ভর করে মাসিক ভরণপোষণ নির্ধারণ করে। নিয়মিত না দিলে আদালত প্রয়োজনে জরিমানা বা জেল পর্যন্ত দিতে পারে।
২) প্রশ্ন: স্বামী- স্ত্রীর মধ্যে নির্যাতন হলে কোন আইন প্রযোজ্য?
উত্তর: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ শারীরিক, যৌন বা মানসিক নির্যাতন হলে প্রযোজ্য। যৌতুক নিরোধ আইন ২০১৮ যৌতুক দাবি বা হয়রানি হলে মামলা করা যায়। ডোমেস্টিক ভায়োলেন্স (Protection) Act, ২০১০ ঘরোয়া সহিংসতায় সুরক্ষা আদেশ, বাসস্থানে থাকার অধিকার, চিকিৎসা, আর্থিক ক্ষতিপূরণ ইত্যাদি পাওয়া যায়।
৩) প্রশ্ন: বিবাহ বিচ্ছেদ কীভাবে হয়?
উত্তর: মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী তালাক (স্বামীর মাধ্যমে) স্থানীয় চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠাতে হয়।
খুলা (স্ত্রীর মাধ্যমে) স্বামী রাজি থাকলে খুলা, না থাকলে আদালতের মাধ্যমে বিচারিক তালাক করা যায়। ৯০ দিনের ইদ্দত সময়ের পর তালাক কার্যকর হয়।
হিন্দু আইন: বাংলাদেশে এখনো হিন্দুদের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ আইন নেই। আদালতে বিচ্ছেদ-সংক্রান্ত সিভিল মামলা করতে হয় (ম্যারেজ ভেঙে যাওয়া বা মর্যাদাহানির প্রমাণ দিয়ে)।
খ্রিষ্টান আইন: Christian Marriage & Divorce Act অনুযায়ী নির্দিষ্ট কারণ দেখিয়ে আদালতের মাধ্যমে বিচ্ছেদ হয়।
৪) প্রশ্ন: তালাক হলে সন্তান কার কাছে থাকবে?
উত্তর: Guardian and Wards Act, ১৮৯০ অনুযায়ী আদালত সন্তানের বয়স, শিক্ষা, ঝুঁকি, আর্থিক নিরাপত্তা ও I ‘best interest of the child’ দেখে সিদ্ধান্ত দেয়।
সাধারণত ছোট সন্তান (৭ বছরের নিচে) মা’র কাছে রাখা হয়। বড় সন্তান হলে পরিস্থিতি ও ইচ্ছার ভিত্তিতে বিচার হয়।
৫) প্রশ্ন: বিয়ে রেজিস্ট্রি ছাড়া কি বিয়ে বৈধ?
উত্তর: মুসলিম বিয়েতে রেজিস্ট্রি বাধ্যতামূলক, তবে কাবিননামা ছাড়া বিয়েও বৈধ হতে পারে যদি সাক্ষী ও মৌখিক ইজাব-কবুল প্রমাণিত হয়। আদালতে প্রমাণ জটিল ও দীর্ঘ হয়। তাই বিয়ের রেজিস্ট্রি অত্যন্ত জরুরি।
৬) প্রশ্ন: স্বামী দ্বিতীয় বিয়ে করলে আইন কী বলে?
উত্তর : Muslim Family Laws Ordinance, ১৯৬১ অনুযায়ী স্বামীকে প্রথম স্ত্রীকে লিখিতভাবে জানাতে হবে এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে।
না করলে স্বামীকে কারাদণ্ড, জরিমানা এবং বিয়েটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
৭) প্রশ্ন: তালাকে বাবা সন্তানকে নিতে না দিলে মা কী করতে পারে?
উত্তর: Guardian & Wards Act অনুযায়ী পযরষফ custody মামলা করতে পারেন। আদালত সন্তানের কল্যাণ বিচার করে মা-বাবা দু’জনের কাছে আলাদা সাক্ষাৎ (visitation right) নির্ধারণ করেন।
বিকেপি/এনএ

