Logo

আইন ও বিচার

দুর্নীতির তিন মামলা

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫৩

শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে সরকারি প্লট (৩০ কাঠা) বরাদ্দে দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রতিটি মামলায় তাকে সাত বছর করে সাজা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

রায় ঘিরে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশসহ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল।

তিন মামলার বিবরণ:

প্রথম মামলা
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন গত ১৪ জানুয়ারি শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ১০ মার্চ দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

দ্বিতীয় মামলা
পূর্বাচলে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একই দিন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। তদন্ত শেষে ১৭ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় আদালতে ২৩ জন সাক্ষ্য দেন।

তৃতীয় মামলা
১০ কাঠা প্লট জালিয়াতির অভিযোগে গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে তদন্ত শেষে ১৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।

গত ৩১ জুলাই তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকলে মামলার রায় ঘোষণা করেন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর