Logo

আইন ও বিচার

গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যাকাণ্ড : ট্রাইব্যুনালে হাজির ইনু

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০৫

গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যাকাণ্ড : ট্রাইব্যুনালে হাজির ইনু

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ নভেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিকে ইনু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে সো-কলড হিসেবে আখ্যায়িত করেছেন। তবে প্রসিকিউশন তার মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার শামিল হিসেবে দেখছে এবং তার আবেদন বাতিলের দাবি করেছে। এ বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ রোববার আসতে পারে।

এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ ইনুর বিরুদ্ধে আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। ২৮ অক্টোবর ইনুর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানিতে অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে অব্যাহতির আবেদন করেন। প্রসিকিউশন জানিয়েছে, ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে কোনো দায় এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

এর আগে গত ২ নভেম্বর জাসদ সভাপতির বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এছাড়া সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ওই দিন আটটি অভিযোগই ইনুকে পড়ে শোনান বিচারক। একপর্যায়ে নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু।

২৮ অক্টোবর ইনুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে কোনো অভিযোগ সত্য নয় জানিয়ে নিজের ক্লায়েন্টের অব্যাহতির আবেদন করেন তিনি। তবে ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে কোনো দায় ইনু এড়িয়ে যেতে পারেন না বলে জানিয়েছে প্রসিকিউশন। ২৩ অক্টোবর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে কুষ্টিয়া শহরে শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু নিরীহ মানুষ। এরপর ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। প্রসিকিউশন ২০ জন সাক্ষী, তিনটি অডিও ও ছয়টি ভিডিওসহ ৩৯ পৃষ্ঠার ফরমাল চার্জ দাখিল করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর