Logo

আইন ও বিচার

রামপুরায় ২৮ হত্যাকাণ্ড

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির বিজিবির রেদোয়ান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির বিজিবির রেদোয়ান

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক বিজিবি কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি পরিচালনা করবেন।

আজও ট্রাইব্যুনালের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। হাইকোর্টের অতিরিক্ত পুলিশ ছাড়াও র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

রেদোয়ানুল ও রাফাত ছাড়াও পলাতক রয়েছেন- ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।

গত ২৪ নভেম্বর পলাতকদের পক্ষে ট্রাইব্যুনাল-১ এর দুই সদস্যের বিচারিক প্যানেল স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন। ওই দিন দুই সেনা কর্মকর্তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ সালাহউদ্দিন শুনানি করেন এবং ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন।

এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা রেদোয়ানুল ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। সেই সময় পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

রামপুরার ওই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছোড়তে দেখা যায়। এছাড়া এ মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর